মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশা প্রেসক্লাবের সভায় প্রয়াত দুই সাংবাদিকের জন্য দোয়া অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা প্রেসক্লাবের মাসিক সভা ও প্রয়াত দুই সাংবাদিকের জন্য দোয়া অনুষ্ঠান গতকাল ৩১শে আগস্ট সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও কালুখালীর নূর নেছা কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক মোঃ সহিদুর রহমান, সাপ্তাহিক পাংশা বার্তা পত্রিকার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনজু, কবি মোল্লা মাজেদ এছাড়া পাংশা প্রেসক্লাবের সহ-সভাপতি ও পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এম.এ জিন্নাহ, পাংশা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও আড়কান্দি শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ আকরাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় অধুনালুপ্ত সাপ্তাহিক পদ্মাবার্তা পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম খান আব্দুল হাই এবং সন্ত্রাসীদের হাতে নিহত আনন্দ টিভির পাবনার প্রতিনিধি সুবর্ণা নদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় সাংবাদিক সুবর্ণা নদীর হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফিরোজ হায়দার।
সভায় পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী ছাব্বির হোসেন শিমু ও দপ্তর সম্পাদক মোঃ শাহীনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!