॥শিহাবুর রহমান॥ পাংশা উপজেলার মাছপাড়ায় একটি পেয়ারা ও ১০টাকা হাতে দিয়ে আখ ক্ষেতে নিয়ে ৫বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে আকরাম মোল্লা ওরফে আকোন(৩৫) নামে এক লম্পট। গত ২৭শে আগস্ট বিকেলে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা আকোনকে আটক করে উত্তম মধ্যম দিয়ে ওই দিনই পুলিশের কাছে সোর্পদ করেছে। আটক আকোন মাছপাড়া খাপাড়ার লুৎফর মোল্লার ছেলে।
এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে পাংশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ৯(৪)(খ) ধারায় মামলা করেছেন।
মামলা সুত্রে জানাযায়, গত ২৭শে আগস্ট বিকেলে শিশুটি তার চাচাতো ভাই সাগর(৫) ও ইমরান(৭) এর সাথে বাড়ীতে খেলা করছিল। এ সময় আকোন তাদেরকে পেয়ারের লোভ দেখিয়ে পাশর্^বর্তী ইসলাম মাঝির আখ ক্ষেতে নিয়ে যায়। সেখানে আকোন ওই শিশুর হাতে একটি পেয়ারা ও ১০টাকা ধরিয়ে দিয়ে গলাকাটার ভয় দেখিয়ে চুপ থাকতে বলে। এরপর আকোন ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার করে। এ সময় তার চিৎকারে সাগর ও ইমরান চিৎকার দিতে দিতে বাড়ীতে এসে শিশুটির মার কাছে এসে বিষয়টি জানায়। এরপর তার মা মেয়েকে খোঁজাখুঁজি করে ওই স্থানে আসলে আকোন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনার তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে তারা আকোনকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে আকোনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গতকাল ২৮শে আগস্ট শিশুটি আদালতে জবানবন্দী দেয়। এছাড়াও একই দিন গ্রেফতারকৃত আকোনকে কারাগারে পাঠানো হয়।
পাংশা উপজেলার মাছপাড়ায় পেয়ারা ও টাকা হাতে দিয়ে ৫বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা॥লম্পট শ্রীঘরে
