॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামে গড়াই নদীর তীরে গতকাল ২৭শে আগস্ট ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত দলের সর্দার ভাদু শেখ(৪০) নিহত হয়েছে।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাত দলের ফেলে যাওয়া ২টি ওয়ান শুটারগান, ১টি তাজা কার্তুজ, ৫টি গুলির খোসা ও ১টি রাম দা উদ্ধার করেছে। নিহত ভাদু শেখ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত ইছাক শেখের ছেলে।
বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম বলেন, ভাদু শেখ তার দলের সদস্যদের নিয়ে অলংকারপুর গ্রামে গড়াই নদীর তীরে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সুত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ডাকাত সর্দার ভাদু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এছাড়া এ ঘটনায় এস.আই অংকুর ভট্টাচার্যসহ ২জন পুলিশ সদস্য আহত হয়। তারা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি হাসিনা বেগম আরো বলেন, ভাদুর বিরুদ্ধে রাজবাড়ী, পাবনা ও ফরিদপুরে জেলার বিভিন্ন থানায় ৪টি ডাকাতি, ১টি অস্ত্র, ১টি বিষ্ফোরক ও ১টি চুরির মামলা রয়েছে।