॥মোক্তার হোসেন॥ বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এলাকার কৃতি সন্তান মোহাম্মদ আবু হেনা গত ২৬শে আগস্ট দুপুরে পাংশার এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ ও আইডিয়াল গার্লস কলেজ পরিদর্শন করেন।
এ শিক্ষা প্রতিষ্ঠান দুটি প্রতিষ্ঠায় তার ব্যাপক অবদান রয়েছে। বহিঃসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব থাকাকালীন সময়ে ১৯৮৬ সালের ২৫শে ডিসেম্বর এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের ভিত্তি প্রস্তর স্থাপন এবং বেসরকারী বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকাকালীন সময়ে ১৯৮৯ সালের ২২শে নভেম্বর এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের দ্বারোদঘাটন করেন তিনি।
জানাযায়, দুপুর ১টার দিকে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে যান সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা। তিনি বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীর সংখ্যা, জেএসসি ও এসএসসির রিজাল্ট সম্পর্কে তথ্য জেনে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র ওয়াজেদ আলী মাস্টার, অধ্যাপক মুহম্মদ আবদুল ওয়াহাব, বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন, বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মুদী প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে আইডিয়াল গার্লস কলেজ পরিদর্শন করেন তিনি।