বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

৫নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারের জন্য রাজবাড়ী পৌরসভা কর্তৃপক্ষের প্রতি আহবান

  • আপডেট সময় সোমবার, ২৭ আগস্ট, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের ড্রেনগুলো দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় প্রতি বছরই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বিপুল সংখ্যক মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।
কিছুদিন পূর্বে রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে দরিদ্র মানুষের মধ্যে জি.আরের চাল বিতরণকালে এলাকাবাসীর পক্ষে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ.জে মিন্টু বিষয়টি শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপিকে বিষয়টি অবহিত করলে তিনি সেখানে উপস্থিত জেলা প্রশাসক মোঃ শওকত আলীকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
পরবর্তীতে এ.জে মিন্টু ২৯/০৭/২০১৮ইং তারিখে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক ‘জরুরী ভিত্তিতে পরিদর্শনপূর্বক কিভাবে সুরাহা করা যায় সে বিষয়ে মতামতসহ প্রতিবেদন প্রদানের জন্য’ সদর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান ৩০/০৭/২০১৮ইং তারিখে সরেজমিনে পরিদর্শন করে পরদিন ৩১/০৭/২০১৮ ইং তারিখে জেলা প্রশাসকের নিকট প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দা মৌজার জীবনের দোকান পিছন হতে দক্ষিণে মিলবাবুর বাড়ীর পাশ দিয়ে উত্তরে কাজীকান্দা হয়ে ব্যাংক পাড়া পর্যন্ত এবং হাসপাতালের সামনে হতে পূর্ব দিকে আবজাল সাহেবের বাড়ী পর্যন্ত ড্রেন দীর্ঘদিন যাবৎ পরিষ্কার করা হয় না। বিভিন্ন এলাকায় ড্রেনের পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
উক্ত এলাকাসমূহের জলাবদ্ধতা নিরসনে জরুরী পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিবেদন পাওয়ার পর তা পর্যালোচনা করে জেলা প্রশাসক ১১/০৮/২০১৮ইং তারিখে পৌরসভার মেয়র বরাবর একটি পত্র প্রদান করেন। পত্রে উল্লেখিত বিষয়টি বর্ণনাপূর্বক জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। কিন্তু এই পত্র দেয়ার পর ১৫দিন অতিবাহিত হলেও পৌর মেয়র কোন পদক্ষেপ গ্রহণ করেননি।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা এ.জে মিন্টু বলেন, দীর্ঘদিন যাবৎ ৫নং ওয়ার্ডের ড্রেনগুলো পরিষ্কার না করায় প্রতিবছরই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌর কর্তৃপক্ষকে বিষয়টি বার বার জানানো স্বত্ত্বেও কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। সর্বশেষ শিক্ষা প্রতিমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসক সদর ইউএনওকে দিয়ে পরিদর্শন করিয়ে মেয়রকে লিখিত পত্র দিলেও পৌরসভা কর্তৃপক্ষ এ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে ৫নং ওয়ার্ডবাসী জলাবদ্ধতার কবল থেকে মুক্তিও পাচ্ছে না।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা এ.জে মিন্টু ওয়ার্ডবাসীর পক্ষ থেকে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য পৌর মেয়রের প্রতি দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!