॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৬শে আগস্ট সকালে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরে একই স্থানে জেলা প্রশাসকের সভাপতিত্বে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স, জেলা কৃষি খাস জমি বন্দোবস্ত ও ব্যবস্থাপনা কমিটি, জেলা নদী রক্ষা কমিটি, সরকারী স্বার্থ সংশ্লিষ্ট দেওয়ানী মামলার অগ্রগতি পর্যালোচনা এবং ভূ-সম্পত্তি জবর-দখলের বিষয়ে অভিযোগ গ্রহণ ও তদন্ত মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আশেক হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জনাব খান এ শামীম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, কালুখালী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সানজিদা শাহনাজ, বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) তায়েব-উর-রহমান আশিক, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, পুলিশ সুপারের কার্যালয়ের ডিআইও-১ মোঃ জহুরুল ইসলাম, সরকারী কৌসুলী(জিপি) এডঃ মোঃ আনোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক গৌতম চন্দ্র দে, সিভিল সার্জনের কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, জেলা সমবায় অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ আবু জাফর মিয়া, বন বিভাগের রেঞ্জার নির্মল কুমার দত্ত এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দসহ ভূমি ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সভাগুলোতে বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনাসহ ভূমি উন্নয়ন করের দাবী ও আদায়, কৃষি/অকৃষি খাস জমি বন্দোবস্ত, খাস/অর্পিত/পরিত্যক্ত সম্পত্তি নিয়ে সৃষ্ট দেওয়ানী মামলার অগ্রগতি, অর্পিত/পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা, এলএ কেস, নামজারী মামলা দায়ের ও নিস্পত্তি, সায়রাত মহাল ব্যবস্থাপনা, মিস কেস, দলিল অবমূল্যায়ন মামলা নিস্পত্তি, আশ্রয়ণ প্রকল্পে বিভিন্ন বিভাগের সেবামূলক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।