॥হেলাল মাহমুদ॥ ঈদের ছুটি শেষে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে কর্মজীবী মানুষেরা ঢাকা ফিরতে শুরু করায় রাজবাড়ী জেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জ জেলার পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারের চাপ বেড়ে গেছে।
যাত্রীদের পারাপার নির্বিঘœ করতে ঘাট থেকে প্রায় ১২কিলোমিটার দূরে রাজবাড়ী সদর গোয়ালন্দ মোড় এলাকায় কয়েকশত পণ্যবাহী ট্রাক আটকে রেখেছে হাইওয়ে পুলিশ।
গতকাল ২৬শে আগস্ট সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, গোয়ালন্দ মোড়ের আহলাদীপুর হাইওয়ে থানার সামনে থেকে ফরিদপুরের দিকে বসন্তপুর পর্যন্ত কয়েক কিলোমিটার জুড়ে ট্রাকগুলোকে মহাসড়কের পাশ দিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করে রাখা হয়েছে। আটকে থাকা ট্রাকগুলোর মধ্যে অপচনশীল পণ্যের পাশাপাশি কাঁচামালবাহী অনেক ট্রাকও রয়েছে। যদিও ঈদের আগের ও পরের ৩দিন ঘাটে ট্রাক পারাপার বন্ধ রাখা হয়েছিল। তাই এক সপ্তাহ বসে থাকার পরও এখন আবার আটকে থাকায় এ সকল ট্রাক চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বেনাপোল থেকে ছেড়ে আসা রড তৈরীর কাঁচামালবাহী ট্রাকের(ঢাকা-মেট্রো-ট-২০-৪৫১০) চালক মফিজুর রহমান বলেন, গত শনিবার বিকাল ৪টার দিকে এখানে আসার পর হাইওয়ে পুলিশ ট্রাকটি আটকে দেয়। তারপর থেকে ছাড়া পাওয়ার অপেক্ষায় বসে আছি।
এ বিষয়ে আহলাদী হাইওয়ে থানার ওসি মোঃ মাসুদ পারভেজ বলেন, প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ীই যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের ব্যবস্থা করার পর ট্রাকগুলোকে সুযোগ দেয়া হচ্ছে।
ফেরী ঘাটে চাপ থাকায় গোয়ালন্দ মোড়ে আটকে রাখা হয়েছে পণ্য বোঝাই ট্রাক
