বুধবার, ১৫ মে ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

আমার ছেলে সাকিব আল হাসান নির্বাচন করবে বলে মনে হয় না — খোন্দকার মাশরুর রেজা

  • আপডেট সময় রবিবার, ২৬ আগস্ট, ২০১৮

॥দেবাশীষ বিশ্বাস॥ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পিতা খোন্দকার মাশরুর রেজা গতকাল ২৫শে আগস্ট বিকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুরে অতিথি হিসেবে এসেছিলেন আব্দুল জলিল মিয়া ফুটবল টুর্নামেন্টের খেলা দেখতে। জামালপুর রেলওয়ে মাঠে খেলা দেখার এক ফাঁকে তিনি কথা বলেন দৈনিক মাতৃকণ্ঠের এই প্রতিবেদকের সঙ্গে।
প্রতিবেদক ঃ কেমন আছেন ?
খোন্দকার মাশরুর রেজা ঃ ভালো। আমি একজন খেলোয়াড়। ছোট্টবেলা থেকেই খেলা নিয়ে আছি। আর খেলোয়াড়দের সবসময় ভালো থাকতে হয়। ম্যাচ হারলেও আর জিতলেও। খোলোয়াড়দের প্রত্যাশা থাকে আগামী ম্যাচে আত্মবিশ্বাস বৃদ্ধি করে জয়লাভ করা।
প্রতিবেদক ঃ আপনি একসময় ফুটবল খেলোয়াড় ছিলেন, পুত্র ক্রিকেট খেলোয়াড় কেমন লাগে ?
খোন্দকার মাশরুর রেজা ঃ আমি খেলোয়াড়, আমার পুত্রও খেলোয়াড়। সব খেলোয়াড়কেই শ্রদ্ধা করতে হয়। আজ আব্দুল জলিল মিয়া ফুটবল টুর্নামেন্ট দেখতে এসেছি খেলাকে ভালোবাসি বলেই। শুধু পুত্র সাকিব আল হাসান না, যে কোন খেলোয়াড়ের খেলাই অনেক ভালো লাগে।
প্রতিবেদক ঃ ছেলের খেলা কেমন লাগে ?
খোন্দকার মাশরুর রেজা ঃ ছেলের খেলা টিভিতে দেখি না। তার মা দেখে, প্রতিটা ম্যাচেই জয়ের জন্য দোয়া করে।
প্রতিবেদক ঃ শোনা যায় আগামী নির্বাচনে মাগুরা সদর আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করবেন আপনার ছেলে সাকিব আল হাসান?
খোন্দকার মাশরুর রেজা ঃ এটা আমার জানার কথা না। তাকে দিয়ে যারা রাজনীতি করাচ্ছে তারা জানে, ছেলে অনেক বড় হয়েছে। তবে আমার ছেলে নির্বাচন করবে বলে মনে হয় না। হয়তো মারশাফি বিন মর্তুজা করতে পারে।
প্রতিবেদক ঃ পরিবার নিয়ে কেমন আছেন ?
খোন্দকার মাশরুর রেজা ঃ ছেলে ও তার স্ত্রী হজ্ব করতে সৌদি আরবে রয়েছে। নাতি-পুতনি নিয়ে বেশ ভালোই আছি। সাকিবের মেয়ে আলাইনা হাসান অব্রির মাত্র ৩বছর বয়স। মাগুরা আসলে সুখের স্বর্গে বাস করি।
প্রতিবেদক ঃ মাতৃকণ্ঠকে সময় দেয়ার জন্য ধন্যবাদ।
খোন্দকার মাশরুর রেজা ঃ আপনাকেও অনেক ধন্যবাদ। হাসিখুশিভাবে কখা বলতে পেরে বেশ ভালো লাগলো।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!