॥রঘুনন্দন সিকদার॥ ঢাকাস্থ বালিয়াকান্দি উপজেলা সমিতির আয়োজনে আজ ২৪শে আগস্ট বিকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ছাত্রবৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়।
সমিতির সভাপতি ডি.এন চ্যাটার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ছাত্রবৃত্তি ও সনদপত্র প্রদান করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি রণজিৎ কুমার পাল, সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহিদুল ইসলাম রিপন, ছাত্রবৃত্তি উপ-পরিষদের আহ্বায়ক প্রকৌশলী নিখিল শিকদার প্রমুখ।
এ সময় বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।