॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পুলিশ গত ২৩শে আগস্ট রাত পৌনে ৮টায় জামালপুর সার্বজনীন মহাশ্মশানের একটি পরিত্যক্ত বিল্ডিং-এ বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও দুইটি কার্তুজসহ হত্যা মামলার আসামী মোঃ কাশেদ শেখ (৩৫)কে গ্রেফতার করেছে।
সে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের দলিল উদ্দিন শেখের ছেলে। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ(ওসি) হাসিনা বেগম জানান, আসামী কাছেদ শেখের দেওয়া তথ্যমতে থানার এস.আই অংকুর কুমার ভট্টাচার্য্য ও এএসআই কিরণ চন্দ্র মন্ডল সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। ধৃত কাশেদ শেখ মাদক ব্যবসা, চুরি-ডাকাতিসহ অবৈধ অস্ত্র বহন করে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত।
এ ছাড়াও আসামী কাছেদের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালী থানায় একটি হত্যা মামলা রয়েছে। সে বালিয়াকান্দি থানার দস্যুতা মামলার সন্দেহজনক আসামী।