॥দেবাশীষ বিশ্বাস॥ “মানবতার জয় হোক”-এই শ্লোগনকে সমানে রেখে ফেসবুক ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে রাজবাড়ীতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল ২১শে আগস্ট সকালে নদী তীরবর্তী উড়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যাালয় প্রাঙ্গনে সদর উপজেলার বরাট ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে নিয়ে ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠনের এডমিন ও বেঁড়িবাঁধ রক্ষা আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ বিপ্লব গাজী।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মিরাজ হোসেন গাজী, ফরিদ মন্ডল, সুমন হোসেন, শিমুল মোল্যা, সহিদুল ইসলাম সহিদ, শেখ জাহাঙ্গির, আব্দুর রাজ্জাক শিপলু, তাইফুর ইসলাম তুষার, আনোয়ার হোসেন, সুজন আহম্মেদ, সবুজ মন্ডল, স¤্রাট হোসেন, রিয়াজুল ইসলাম রিয়াজ, রহমত মোল্যা, মোঃ লিটন, হাকিম খান, মোঃ জহিরুল সর্দার ও স্মৃতি ইসলাম প্রমুখ।
ফেসবুক ব্যবহারকারী দেশী ও প্রবাসীদের অর্থায়নে শতাধিক নদী ভাঙ্গন পরিবারের মাঝে তেল, সেমাই, দুধ, চিনি ও সাবান বিতরণ করেছে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি।