পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুস সামাদ গতকাল ২১শে আগস্ট বিকেলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরী ও লঞ্চ ঘাট সরেজমিন পরিদর্শন করেন। এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব খানসহ জেলা-উপজেলা প্রশাসন এবং বিআইডাব্লুউটিসি’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ঘাট পরিস্থিতি পরিদর্শন শেষে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুস সামাদ সন্তোষ প্রকাশ করেন -মাতৃকণ্ঠ।