॥এম.এইচ আক্কাস॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ছিনতাই চেষ্টাকালে পুলিশের হাতে আটক দুই যুবককে গতকাল সোমবার ভ্রাম্যমান আদালত ২০দিনের কারাদন্ড দিয়েছে।
দৌলতদিয়া ঘাটে কুষ্টিয়া কাউন্টার ও লঞ্চঘাটে ছিনতাই চেষ্টাকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে।
সাজাপ্রাপ্ত ছিনতাইকারীদের একজন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড খোলাবাড়িয়া খোলাবাড়িয়া গ্রামের মোতালেব মাষ্টারের ছেলে বাদশা মোল্লা(১৮) এবং অপরজন দৌলতদিয়া ইউনিয়নের নতুন পাড়া নুরু চেয়ারম্যান পাড়ার আঃ রাজ্জাক শেখের ছেলে সজিব শেখ(১৮)
গোয়ালন্দ ঘাট থানা পুলিশে এস.আই মোঃ কামরুল ইসলাম জানান, তিনি দৌলতদিয়া ঘাটে দায়িত্ব পালন কালে কুষ্টিয়া কাউন্টারের কাছে ও লঞ্চ ঘাটে ছিনতাই চেষ্টা কালে ওই দুজন ছিনতাইকারীকে আটক করে গতকাল ২০শে আগস্ট সকাল সাড়ে ১১টায় ভ্রাম্যমান আদালতে হাজির করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুল্লাহ আল সাদীদ্ তাদের ২জনকে ২০দিন করে জেল দিয়ে রাজবাড়ী কারাগারে প্রেরণ করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল সাদীদ্ জানান, দৌলতদিয়া ঘাটে ছিনতাই চেস্টার অপরাধে গোয়ালন্দ ঘাট থানা বাদশা মোল্লা ও সজিব শেখকে আটক করে আদালতে হাজির করে। এ সময় তাদের ছিনতাই আইনের ধারায় ২০দিরে সাজা দেয়া হয়।