শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কালুখালীতে মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের শোক দিবস পালন

  • আপডেট সময় সোমবার, ২০ আগস্ট, ২০১৮

॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালীতে শ্রমিক-কর্মচারী, পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল ১৯শে আগস্ট বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অফিস কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডলের সভাপতিত্বে সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল খালেকসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মুক্তিযোদ্ধাগণ বক্তব্য রাখেন।
আলোচনাকালে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ৬দফা দাবী তুলে ধরেন। দাবীগুলোর মধ্যে রয়েছে জামাত-শিবির, যুদ্ধাপরাধী-স্বাধীনতা বিরোধীদের সন্তান ও তাদের উত্তরসূরীদের সরকারী চাকুরীতে নিয়োগ বন্ধ করা, জামাত-শিবির স্বাধীনতা বিরোধী যারা সরকারী চাকুরীতে আছে তাদেরকে চাকুরী থেকে বরখাস্ত করা, যুদ্ধাপরাধীদের সকল স্থাবর, অস্থাবর সম্পত্তি ও জামাত-শিবির স্বাধীনতা বিরোধীদের পরিচালিত প্রতিষ্ঠানসমূহ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা, মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণœকারী ও বঙ্গবন্ধুকে কটাক্ষকারীদের বিরুদ্ধে পাশ্চাত্যের ‘হলোকাস্ট অ্যাক্ট বা জেনোসাইড ডিনায়েল ল’ এর আদলে আইন করে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করা, ২০০১, ২০১৩, ২০১৪, ২০১৫ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা যে গণহত্যা, ধর্ষণ করেছে তার কঠোর শাস্তি দেওয়া এবং নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ছাত্র হত্যার গুজব ছড়ানো ও উস্কানি দাতাসহ কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে অগ্নিসংযোগ ও ভাংচুরকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া ইত্যাদি। আলোচনার শেষে কালুখালী উপজেলা মসজিদের ইমামের পরিচালনায় বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!