॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ১২ই আগস্ট রাতে পৃথক অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মোশাররফ হোসেন অরফে মোছা, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুরুজ আলী ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ইসরাফিল শিকদারকে গ্রেফতার করেছে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে এস.আই সোমনাথ বসু, এস.আই নুরুল আমীন ও এএসআই মোঃ আব্দুস সাত্তারসহ সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মাছপাড়া ইউপির লক্ষণদিয়া মোড়স্থ রশিদ সরদারের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ২শ’ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা মোছাকে গ্রেফতার করে। সে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামের মৃত সাহাই খাঁর ছেলে। পাংশা মডেল থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১০, তাং-১৩/০৮/২০১৮ইং।
এএসআই মাসুদুল ইসলাম ও এএসআই মোঃ মুকুল মোল্লাসহ সঙ্গীয় পুলিশ উপজেলার দড়িবাংলাট গ্রামে অভিযান চালিয়ে সিআর ১৩৮/১৮, ধারাঃ ৪০৬/৪২০ পেনাল কোড মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ইসরাফিলকে গ্রেফতার করে। সে দড়িবাংলাট গ্রামের মকবুল শিকদারের ছেলে।
এছাড়া এএসআই মোঃ বদিউজ্জামান ও এএসআই আবু বকর সিদ্দিকসহ সঙ্গীয় পুলিশ মেঘনা খামারপাড়া গ্রামে অভিযান চালিয়ে জিআর ১৬৫/১২, ধারাঃ ১৪৩/৩২৩/৩২৫/৪৪৭/৪৪৮/৩০৭/৩০২/১০৯/৫০৬(২) পেনাল কোড মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুরুজ আলীকে গ্রেফতার করে। সে মেঘনা খামারপাড়া গ্রামের আজিজ প্রামানিকের ছেলে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে চলমান অভিযান এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।