শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় মাদক বিক্রেতা ও হত্যা মামলার আসামীসহ গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ১২ই আগস্ট রাতে পৃথক অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মোশাররফ হোসেন অরফে মোছা, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুরুজ আলী ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ইসরাফিল শিকদারকে গ্রেফতার করেছে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে এস.আই সোমনাথ বসু, এস.আই নুরুল আমীন ও এএসআই মোঃ আব্দুস সাত্তারসহ সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মাছপাড়া ইউপির লক্ষণদিয়া মোড়স্থ রশিদ সরদারের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ২শ’ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা মোছাকে গ্রেফতার করে। সে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামের মৃত সাহাই খাঁর ছেলে। পাংশা মডেল থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১০, তাং-১৩/০৮/২০১৮ইং।
এএসআই মাসুদুল ইসলাম ও এএসআই মোঃ মুকুল মোল্লাসহ সঙ্গীয় পুলিশ উপজেলার দড়িবাংলাট গ্রামে অভিযান চালিয়ে সিআর ১৩৮/১৮, ধারাঃ ৪০৬/৪২০ পেনাল কোড মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ইসরাফিলকে গ্রেফতার করে। সে দড়িবাংলাট গ্রামের মকবুল শিকদারের ছেলে।
এছাড়া এএসআই মোঃ বদিউজ্জামান ও এএসআই আবু বকর সিদ্দিকসহ সঙ্গীয় পুলিশ মেঘনা খামারপাড়া গ্রামে অভিযান চালিয়ে জিআর ১৬৫/১২, ধারাঃ ১৪৩/৩২৩/৩২৫/৪৪৭/৪৪৮/৩০৭/৩০২/১০৯/৫০৬(২) পেনাল কোড মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুরুজ আলীকে গ্রেফতার করে। সে মেঘনা খামারপাড়া গ্রামের আজিজ প্রামানিকের ছেলে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে চলমান অভিযান এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!