॥স্টাফ রিপোর্টার॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল ৮ই আগস্ট বিকালে সরকারী শিশু পরিবারে(বালিকা) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার মনির হোসেন, রেজিস্ট্রেশন অফিসার রফিকুল ইসলাম, শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক ফাতেমা কামরুন নাহার আঁখি, মহিলা আওয়ামী লীগের নেত্রী চৌধুরী মনোয়ারা আজাদ, রহিমা বেগম, শাহিদা বেগম ও পারভীন আক্তারসহ শিশু পরিবার নিবাসী দেড় শতাধিক এতিম বালিকা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য সহধর্মিনী। সকল ঐতিহাসিক আন্দোলন-সংগ্রামে তিনি জাতিকে প্রেরণা দিয়েছেন। বঙ্গবন্ধুর অবর্তমানে দলীয় নেতাকর্মীদের দিক-নির্দেশনা প্রদান করেছেন। আওয়ামী লীগের সকল অর্জনে তার অবদান অপরিসীম।
আলোচনার শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।