Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে ৪দিনব্যাপী ‘এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ’ র্শীষক কর্মশালা সমাপ্ত

॥স্টাফ রির্পোটার॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ইউনিসেফ ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের যৌথ আয়োজনে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে গত ৪ঠা আগস্ট থেকে ৪দিনব্যাপী ‘এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ’ র্শীষক কর্মশালা সমাপ্ত হয়েছে।
গত ৭ই আগস্ট বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাসের সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক মনসুর উল করিম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মনসুর উল করিম বলেন, আমাদের দেশ সকল সেক্টরে এগিয়ে গেলেও পূর্ণদৈর্ঘ্য বা স্বল্পদৈর্ঘ্যরে চলচ্চিত্র নির্মাণে পিছিয়ে আছে। ইউনিসেফ, বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। এই কর্মশালা করার ফলে সারা দেশ থেকে একটি বিশাল অংশের কিশোর-কিশোরীর চলচ্চিত্র নির্মাতা বা চলচ্চিত্র পরিচালক হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তিনি উপস্থিত কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে তাদের জীবন গঠন ও চলচ্চিত্র নির্মাণ বিষয়ক দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ হাসান। বক্তব্যের শেষে অতিথিগণ কর্মশালায় অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
কর্মশালায় ঢাকা হতে আগত চলচ্চিত্র পরিচালক মোঃ জুয়েল হাসান এবং চলচ্চিত্র নির্মাতা আনোয়ারুল ইসলাম অংশগ্রহণকারী ২০জন কিশোর-কিশোরীকে এক মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের প্রশিক্ষণ দেন। ২০ জনের মধ্যে ২জনের একটি করে দল এক মিনিটের স্বল্পদৈর্ঘ্যরে চলচ্চিত্র নির্মাণ করে।