সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

আগামী ৩১শে জানুয়ারী জেলা বার এসোসিয়েশনের নির্বাচন

  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচন আগামী ৩১শে জানুয়ারী অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শুরু হবে সকাল ১০টা থেকে। আর শেষ হবে বিকেল ৪টায়। এবারের নির্বাচনে ১৭৬জন আইনজীবী ভোট প্রয়োগ করবেন। নির্বাচনে দুইটি প্যানেলের বিপরীতে ১৬জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
প্যানেল দুটি হচ্ছে আওয়ামীলীগ সমর্থিত গনেশ-রফিক-মোস্তফা পরিষদ ও বিএনপি সমর্থিত মোরশেদ-আবুল-শাহিদুল পরিষদ।
আওয়ামীলীগ সমর্থিত প্যানেলে সভাপতি পদে গণেশ নারায়ন চৌধুরী, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সম্পাদক পদে এটিএম মোস্তফা মিঠু, সহ-সম্পাদক পদে আবুল বাশার মোহাম্মদ শরীফ ও মুহাম্মদ রোকনুজ্জামান, ক্রীড়া এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আহমেদ আলী মৃধা ও কার্যনির্বাহী সদস্য পদে কাজী মোঃ শফিক আহসান কচি, আব্দুস সাত্তার, শেখ মোহাম্মদ নাজিরুল ইসলাম, মোঃ আশরাফুল হাসান আশা ও জাহিদ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে মোঃ মনজুর মোরশেদ, সহ-সভাপতি পদে মোঃ আবুল হোসেন মোল্লা, সম্পাদক পদে এএনএম শাহিদুল ইসলাম, সহ-সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক-২, ও সদস্য পদে মোঃ হেদায়েত উল্লাহ মিয়া, মোঃ নাজমুল হক এবং শরিফা খাতুন লিপি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্যানেল দুটির মধ্যে ক্রীড়া এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় আহমেদ আলী মৃধা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
এ নির্বাচন অনুষ্ঠানের জন্য এডভোকেট অশোক কুমার সাহাকে প্রধান নির্বাচন কমিশনার ও এডভোকেট মোল্লা নিয়াজ মোঃ আইয়ুব এবং এডভোকেট আলমগীর হোসেনকে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!