বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

১১টি জেলার পুলিশ সুপার পদে রদবদল॥রেকর্ড করলেন এসপি জিহাদুল কবির

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮

॥দেবাশীষ বিশ্বাস॥ ১১টি জেলার পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছে। গতকাল ১লা আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদেরকে বদলী ও পদায়ন করা হয়েছে।
তাদের মধ্যে পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির,পিপিএম’কে চাঁদপুরের পুলিশ সুপার, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারকে গাজীপুরের পুলিশ সুপার, ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে কুমিল্লার পুলিশ সুপার, গাজীপুরের পুলিশ সুপার মোঃ হারুন অর রশিদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার, পুলিশ সদর দপ্তরের এআইজি শেখ মোঃ রফিকুল ইসলামকে পাবনার পুলিশ সুপার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সৈয়দ আবু সায়েমকে দিনাজপুরের পুলিশ সুপার, দিনাজপুরের পুলিশ সুপার মোঃ হামিদুল আলমকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার, যশোরের পুলিশ সুপার মোঃ আনিসুর রহমানকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হককে যশোরের পুলিশ সুপার, বরগুনার পুলিশ সুপার বিজয় বসাককে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোঃ মারুফ হোসেনকে বরগুনার পুলিশ সুপার এবং কুমিল্লার পুলিশ সুপারকে ময়মনসিংহের পুলিশ সুপার পদে বদলী করা হয়েছে।
এ বিষয়ে রাজবাড়ীর সাবেক পুলিশ সুপার ও পাবনার বিদায়ী পুলিশ সুপার জিহাদুল কবির,পিপিএম বলেন, চাঁদপুর আমার ৪র্থ স্টেশন। ৪টি জেলায় পুলিশ সুপার হিসেবে কাজ করা সম্মানের। পুলিশের মনোবল বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষকে নিয়ে চাঁদপুরে কাজ করবো।
উল্লেখ্য, ৪র্থ বার পুলিশ সুপার হিসাবে চাঁদপুর জেলায় পোস্টিং পাওয়ায় রেকর্ড গড়লেন এসপি জিহাদুল কবির,পিপিএম। প্রথম পোস্টিং পেয়ে তিনি মাগুরা জেলার এসপি হিসাবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!