সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীর ৪জন প্রয়াত জেলা প্রশাসকের স্মরণে কালেক্টরেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ১ আগস্ট, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর ৪জন প্রয়াত জেলা প্রশাসকের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তারা হলেন ঃ রাজবাড়ীর প্রথম নারী জেলা প্রশাসক রাজিয়া বেগম, জেলা সৃষ্টির পর ৩য় জেলা প্রশাসক মোঃ জিল্লুর রশিদ চৌধুরী, ৪র্থ জেলা প্রশাসক মমতাজ উদ্দিন এবং ৫ম জেলা প্রশাসক চৌধুরী গোলাম মওলা।
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৩১শে জুলাই বাদ জোহর কালেক্টরেট ভবনের নামাজ কক্ষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ছাদেকুর রহমান এবং এনডিসি শাহ মোঃ সজীবসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে জেলা প্রশাসক মোঃ শওকত আলী রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব রাজিয়া বেগমের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোকপাত করে বলেন, ২০১০ সালের ৩১শে জুলাই টুঙ্গীপাড়ায় একটি অনুষ্ঠানে যোগদানের জন্য ঢাকা থেকে বিসিকের তৎকালীন চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমানসহ গোপালগঞ্জ যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের পাটুরিয়া মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। ওই দিন টুঙ্গীপাড়ার অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তিনি যোগদান করেননি। এছাড়াও তিনি রাজবাড়ীর প্রয়াত অন্য ৩জন জেলা প্রশাসককেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের রূহের মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, রাজিয়া বেগম বাংলাদেশের প্রথম মহিলা জেলা প্রশাসক হিসেবে ২০১১ সালের ২৮শে মার্চ রাজবাড়ী জেলায় যোগদান করে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন শেষে ২০০২ সালের ২৫শে এপ্রিল বদলী হয়ে যান। রাজবাড়ী জেলায় অবস্থানকালে তিনি এখানকার মানুষের মনে স্থান করে নিয়েছিলেন।
অপরদিকে রাজবাড়ীর ৩য় জেলা প্রশাসক জিল্লুর রশীদ চৌধুরী ১৯৮৯ সালের ২৫শে ফেব্রুয়ারী থেকে ১৯৯১ সালের ৮ই জানুয়ারী পর্যন্ত, ৪র্থ জেলা প্রশাসক মমতাজ উদ্দিন ১৯৯১ সালের ৮ই জানুয়ারী থেকে ১৯৯২ সালের ১৯শে আগস্ট পর্যন্ত এবং ৫ম জেলা প্রশাসক মরহুম চৌধুরী গোলাম মওলা ১৯৯২ সালের ১৯শে আগস্ট থেকে ১৯৯৫ সালের ১লা আগস্ট পর্যন্ত রাজবাড়ী জেলায় কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!