॥স্টাফ রিপোর্টার॥ প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গতকাল ২৬শে জুলাই সকালে রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে বৃক্ষ রোপণ করা হয়েছে। ‘একজন বন্ধু, দু’টি গাছ’ শ্লোগানকে সামনে রেখে এই বৃক্ষ রোপণ করা হয়।
বৃক্ষ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ও প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা এবিএম মঞ্জুরুল আলম দুলাল। এ সময় কলেজের প্রভাষক নূর আব্দুল্লাহ সাঈদ, বন্ধুসভার সভাপতি ও একই কলেজের সহকারী অধ্যাপিকা শামীমা আক্তার মুনমুন, প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ, বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম ফাহিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ ফয়সাল, মানবসম্পদ সম্পাদক কার্তিক চন্দ দাস, যোগাযোগ সম্পাদক শরিফুল ইসলাম এবং পাঠচক্র সম্পাদক মনোয়ার হোসেনসহ বন্ধুসভার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃক্ষ রোপণ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল বলেন, প্রথম আলো বন্ধুসভার এই উদ্যোগ প্রশংসনীয়। গাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। আমাদের বেঁচে থাকার জন্য গাছের প্রয়োজনীয়তা অপরিসীম। তিনি ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য বন্ধুসভার সদস্যদের ধন্যবাদ জানান এবং এ ধরনের ভালো কাজে সহযোগিতা করার আশ্বাস দেন।