রাজবাড়ী শহরের ভবাণীপুর ২নং পৌর কবরস্থান থেকে ড্রাইচ ফ্যাক্টরী পর্যন্ত সড়কটির বর্তমানে বেহাল দশা। পুরো রাস্তাটিই ভেঙ্গে-চুরে একাকার হয়ে গেছে। রাস্তা জুড়েই শুধু গর্ত আর খানাখন্দ। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা অবিলম্বে সড়কটির সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে -রফিকুল ইসলাম।