সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

আলাদীপুরের ৪মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ৭০পিস ইয়াবা ও ১কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গত ২২শে জুলাই পৃথক অভিযান চালিয়ে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় ৭০পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ আলাদীপুর ব্রীজপাড়ার ইকবাল শেখের ছেলে আলিম শেখ(২১), আলাদীপুর বড়পাড়ার আলতাফ হোসেন মোল্লার ছেলে নিয়াজ মাহমুদ নাঈম(২০), একই এলাকার সহিদ মোল্লার ছেলে আশিক মোল্লা(২০) এবং হোগলাডাঙ্গী গ্রামের জয়নাল শেখের ছেলে মান্নান শেখ(২২)।
তাদের মধ্যে আলিম শেখ ও নিয়াজ মাহমুদ নাঈমকে বিকাল ৫টার দিকে আলাদীপুর পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন থেকে ২০পিস ইয়াবাসহ এবং আশিক মোল্লা ও মান্নান শেখকে সন্ধ্যা ৬টার দিকে আশিক মোল্লার বসতঘর থেকে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে সন্ধ্যা ৭টার দিকে আলীপুর মল্লিকপাড়ার আব্দুল মোতালেব শেখের মুন্না মল্লিক(২০) এর বসতঘর তল্লাশী করে ১কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে মুন্না মল্লিক পলাতক রয়েছে। গ্রেফতারকৃতদের রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজার আনুমানিক মূল্য ৪১হাজার টাকা বলে জানগেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!