॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ২২শে জুলাই রাতে উপজেলার সরিষা ইউপির বিত্তিডাঙ্গা মোড়ে বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা শাফিন শেখ (৩২)কে গ্রেপ্তার করেছে। ধৃত শাফিন শেখ বিত্তিডাঙ্গা গ্রামের রোস্তম আলী শেখের ছেলে।
জানাযায়, পাংশা মডেল থানার ওসি মোঃ আহসান উল্লাহ’র সার্বিক তত্ত্বাবধানে এস.আই সেকেন্দার হোসেনের নেতৃত্বে এসআই রবিউল, এসআই রইজুল, এএসআই শরিফুলসহ সঙ্গীয় পুলিশ গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযান চালিয়ে শাফিন শেখকে আটক করে। এ ব্যাপারে শাফিন শেখের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস.আই সেকেন্দার হোসেন জানান, ধৃত শাফিন শেখ একজন পেশাদার মাদক বিক্রেতা। এছাড়া ১টি গণধর্ষণ মামলা ও ১টি ডাকাতি মামলার আসামী সে।