শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় পুলিশের পৃথক অভিযানে ৩জন মাদক বিক্রেতা গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২৩ জুলাই, ২০১৮

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ২১শে জুলাই রাতে পৃথক অভিযান চালিয়ে ৫৪পিস ইয়াবাসহ ৩জন মাদক বিক্রেতাকে আটক করেছে।
জানাযায়, পাংশা মডেল থানার ওসি মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে এস.আই সেকেন্দার, এস.আই রবিউল, এস.আই রইজুল, এস.আই নুরুল আমীন, এএসআই রফিক, এএসআই আবু বকর সিদ্দিক, এএসআই আব্দুস সাত্তার ও এএসআই মিরান মোল্লাসহ সঙ্গীয় পুলিশ পৃথক অভিযানে কসবামাজাইল ইউপির নাদুরিয়া বোশপাড়া গ্রামের কৃষ্ণপদ মিত্রের ছেলে রাজন মিত্র(২৪), মাছপাড়া ইউপির জয়গ্রামের মনজু সরদারের ছেলে আসাদুজ্জামান মিলন(২৮) ও পাট্টা ইউপির মুছিদহ গ্রামের রমজান আলীর ছেলে ইসমাইল হোসেন (২০)কে আটক করে।
এরমধ্যে আসাদুজ্জামান মিলনকে কসবামাজাইল ইউপির ভাতশালা গ্রাম থেকে, ইসমাইল হোসেনকে পাংশা সরদার বাস স্ট্যান্ড থেকে ও রাজন মিত্রকে নাদুরিয়া এলাকা থেকে আটক করে পুলিশ।
থানা পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে রাজন মিত্রের নিকট থেকে ১৬পিস ইয়াবা, আসাদুজ্জামান মিলনের নিকট থেকে ২৬পিস ইয়াবা ও ইসমাইল হোসেনের নিকট থেকে ১২পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ৩জন মাদক বিক্রেতার মধ্যে জয়গ্রামের আসাদুজ্জামান মিলন মাদক সম্রাট হিসেবে পরিচিত।
গ্রেফতারকৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। মাদক ও অবৈধ অস্ত্রের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!