॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় গতকাল ২০শে জুলাই সন্ধ্যা থেকে অফিসার্স ক্লাবের শহীদ কাজী আজিজুল ইসলাম মঞ্চে শুরু হয়েছে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব।
সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী এবং রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার কর।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ছাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মাদ আশেক হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, জেলা তথ্য অফিসার মোঃ মোক্তার আলী মল্লিক ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানের পর জেলা ও কালুখালী উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীগণসহ স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে ও অনুষ্ঠান চলাকালে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় সরকারের জনকল্যাণমূলক কর্মকান্ড ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকান্ডের উপর নির্মিত তথ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
আজ ২১শে জুলাই রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং সম্মানীত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, রাজবাড়ী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ফকীর আব্দুর রশীদ এবং পাংশার ইয়াকুব আলী স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল ওহাব।