Site icon দৈনিক মাতৃকণ্ঠ

এনজিও কেকেএসের পক্ষ থেকে খানখানাপুরের ২ভিক্ষুককে গরু-ছাগল ও রিক্সা প্রদান

॥স্টাফ রিপোর্টার॥ এনজিও কেকেএসের পক্ষ থেকে পুনর্বাসনের জন্য রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ২জন ভিক্ষুককে গরু, ছাগল ও ব্যাটারী চালিত রিক্সা প্রদান করা হয়েছে।
গতকাল ১৯শে জুলাই বিকালে খানখানাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়। কেকেএসের নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লাল, মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, আবু বকর সিদ্দিক, নাজিমউদ্দিন মিয়া ও নাজিমউদ্দিন মোল্লাসহ ইউপি মেম্বারগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খানখানাপুর ইউনিয়নের চরধোপাখালী গ্রামের বিক্ষুক ফুলজান বেগমকে একটি গরু ও একটি ব্যাটারী চালিত রিক্সা এবং রসুলপুর গ্রামের ভিক্ষুক আব্দুল মজিদ মিজিকে একটি গরু ও একটি ছাগলসহ গরুর ঘর তৈরীর উপকরণ ও বাদাম বিক্রি করার সরঞ্জাম দেয়া হয়। এ সময় ভিক্ষুকদ্বয় অঙ্গীকার করে যে, এই সাহায্য দিয়ে তারা সাবলম্বী হবে এবং কোন দিন ভিক্ষাবৃত্তিতে ফিরে যাবে না।