॥রফিকুল ইসলাম॥ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে একযোগে কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করেছে তা আর কোন সরকারই করেনি। তাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা আবারও সরকার গঠন করবো।
গতকাল ১৮ই জুলাই সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হাটবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, খোর্দ্দদাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বেলগাছী আলিমুজ্জামান স্কুল ও কলেজের মাঠে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আকরামুজ্জামান রঞ্জু চৌধুরীর সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, সাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার গোলাম কিবরিয়া বাবলু এবং খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ১নং সদস্য ও আরশীনগর লালন স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুল আলম আক্কাসসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এরমধ্যে খোর্দ্দদাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের সভায় খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আতাহার হোসেন তকদিরও বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করেন এবং তার প্রতিদান দেয়ার জন্য খানগঞ্জ ইউনিয়নবাসীর আহ্বান জানান।
অপরদিকে বেলগাছী আলিমুজ্জামান স্কুল ও কলেজের মাঠের সভায় খানগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চুন্নুর নেতৃত্বে বিএনপির শতাধিক নেতাকর্মী শিক্ষা প্রতিমন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগের যোগদান করেন।