॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল ১৮ই জুলাই বেলা সাড়ে ১১টায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে জেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও টেকনিক্যাল পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার দেয়া হয়।
মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ও শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রাণী সরকার এবং শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী নূর উদ্দিন আহম্মেদ পুরস্কার গ্রহণ করেন।
এছাড়াও শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন, শ্রেষ্ঠ রোভার হিসেবে রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষার্থী গোলাম রব্বানী, মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী কুইন, রবীন্দ্র সঙ্গীতে একই বিদ্যালয়ের একই শ্রেণীর ছাত্রী এরিন পুরস্কার গ্রহণ করেন।
উল্লেখ্য, পুরস্কারপ্রাপ্তদের মধ্যে এরিন ও কুইন জমজ বোন এবং তারা ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক শামীমা আক্তার মুনমুনের কন্যা ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের নাতনী।