॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে প্রতিবন্ধী, দলিত হরিজন ও বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল ১৬ই জুলাই সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই উপবৃত্তির চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিবন্ধী, দলিত হরিজন ও বেদে সম্প্রদায়ের ১৬৭জন শিক্ষার্থীর মাঝে মোট ১০ লক্ষ ৫৮ হাজার ৪শত টাকার চেক বিতরণ করা হয়।