॥স্টাফ রিপোর্টার॥ শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ১৬ই জুলাই সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভাধীন ধর্মীয় প্রতিষ্ঠান ও মাদ্রাসার মধ্যে অনুদানের চেক বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের এডঃ এম.এ খালেক, ভাইস চেয়ারম্যান সৈয়দ আহম্মদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনূর আক্তার বিউটি, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সানজিদা শাহনাজ, সদর থানার ওসি মোঃ তারিক কামাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুল জলিল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোঃ কুদরত আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ্র নাথ সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বি.এম আসাদুজ্জামান, দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ লোকমান হোসেন, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান, বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম লাল, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু, মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মান্নান মুসল্লী, চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান একেএম সিরাজুল আলাম চৌধুরী ও খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাহার হোসেন তকদীর, বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু এবং ভান্ডারিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি বলেন, বর্তমান সরকার ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধ পরিকর। এ জন্য সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার দেশের সকল জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করছে। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য বর্তমান সরকারকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দেয়া অর্থে রাজবাড়ী সদর উপজেলার দাদশী মাজার শরীফ, ধাওয়াপাড়া ফেরী ঘাট জামে মসজিদ, ছোট আটদাপুনিয়া জামে মসজিদ, বানীবহ মহিষবাথান মোড় জামে মসজিদ, কোলা মধ্যপাড়া জামে মসজিদ, দক্ষিণ গোলাপবাড়ী জামে মসজিদ, বড়চর বেনীনগর জামে মসজিদ, বায়তুল মামুর জামে মসজিদ, আলীপুর বাজার জামে মসজিদ, বায়তুল আহাদ জামে মসজিদ, চরনায়ারণপুর শীতলা ও লোকনাথ মন্দির, বড়লক্ষ্মীপুর শীতলা কালী মন্দির ও শিবরামপুর সর্বজনীন কালী মন্দিরের মধ্যে এবং শিক্ষা প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে ১৮টি মাদ্রাসার মধ্যে সংস্কারের জন্য ৪০হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।