রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে রথযাত্রা উদ্বোধন

  • আপডেট সময় রবিবার, ১৫ জুলাই, ২০১৮

॥দেবাশীষ বিশ্বাস/হেলাল মাহমুদ॥ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজবাড়ীতে শান্তিপূর্ণভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ১৪ই জুলাই বিকালে রাজবাড়ী শহরের হরিতলা মাস্টারপাড়ার ইসকন মন্দির ও লক্ষ্মীকোল হরিসভা মন্দির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও রথের দড়ি টেনে এই রথযাত্রার উদ্বোধন করেন।
হরিতলা মাস্টারপাড়ার ইসকন মন্দির প্রাঙ্গণে রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শওকত আলী এবং জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার বক্তব্য রাখেন।
এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার, শিবুপদ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, এমপি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। আজকের এই উপস্থিতিই প্রমাণ করে বাংলাদেশ বিশ্বের বুকে সংখ্যালঘুদের জন্য নিরাপদ একটি দেশ। অসাম্প্রদায়িক এই দেশে যে যার ধর্ম নিশ্চিন্তে পালন করছে। বাংলাদেশের সব নাগরিকের ধর্মীয় দিকে বিবেচন করে সরকার সব ধরনের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। তিনি হরিতলা মাস্টারপাড়ার অস্থায়ী ইসকন মন্দিরের স্থলে সুন্দর একটি মন্দিরের প্রয়োজন বলে উল্লেখ করেন এবং এই মন্দির নির্মাণের ব্যয়ভার সরকারীভাবে বহন করার ঘোষণা দেন।
অপরদিকে লক্ষ্মীকোল হরিসভা মন্দির প্রাঙ্গণ থেকেই প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার উদ্বোধন করেন শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, এমপি।
এ সময় জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর থানার ওসি মোঃ তারিক কামাল, ডিবি’র ওসি মোঃ কামাল হোসেন ভুঁইয়া, হরিসভা মন্দির কমিটির সভাপতি রনজিৎ সরকার টিটু, রথযাত্রা উৎযাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার সাহা ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার পোদ্দার প্রমুখ প্রমুখ উপস্থিত ছিলেন।
লক্ষ্মীকোল হরিসভা মন্দির থেকে রথ গিয়ে ভাজনচালা শীতলা মন্দিরের মাসি বাড়ীতে ২১শে জুলাই শনিবার পর্যন্ত অবস্থান করার পর ২২শে জুলাই হরিসভা মন্দিরে ফিরে আসবে। হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক নারী-পুরুষ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে এই রথযাত্রায় অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!