॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা গতকাল ১৪জুলাই দুপুরে শহরের কেনটন চাইনিজে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক।
ব্যাংকের লিমিটেডের প্রিন্সিপাল অফিসার হাবিবুর রহমানের পরিচালনায় ব্যাংকের সহ-সভাপতি হাজী আব্দুল ওহাব, কার্যনির্বাহী কমিটির সদস্য ও হেলাল উদ্দিন সরদার, মাদারীপুর জেলা সমবায় অফিসার হারুন অর রশীদ, বরগুনা জেলা সমবায় অফিসার আঃ রাজ্জাক, গোয়ালন্দ উপজেলা সমবায় অফিসার নুরুল হুদা, বালিয়াকান্দি উপজেলা সমবায় অফিসার মোঃ আলিম মিয়া, আটদাপুনিয়া সমবায় সমিতির প্রতিনিধি আবু ইউসুফ খান, মাছপাড়া সমবায় সমিতির প্রতিনিধি মোঃ নাসিম উদ্দিন, উজানচর সমবায় সমিতির প্রতিনিধি আঃ রশিদ ফকির প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বার্ষিক প্রতিবেদন পাঠন করেন ব্যাংকের কার্যনির্বাহী সদস্য নব কুমার দত্ত।
সভায় বক্তারা বলেন, সারা বাংলাদেশের মধ্যে রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংকের যে ভবনগুলো রয়েছে তা আর কোথাও নেই। তবে শুধু ভবনের মধ্যে সীমাবদ্ধ না থেকে উৎপাদনমূখী কিছু করা যায় কি না সে বিষয়েও পরামর্শ দেন বক্তারা। তাহলে সমবায় ব্যাংক আরো এগিয়ে যাবে বলে মনে করেন তারা।