॥হেলাল মাহমুদ॥ পরকীয়ার জেরে রাজবাড়ী শহরের পুরাতন হরিসভা এলাকার নিতাই সরকার(২৭) নামের একজন থাই গ্লাস ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল ১৪ই জুলাই ফরিদপুরের কোতয়ালী থানার পুলিশ টেপাখোলা এলাকা তার লাশ উদ্ধার করেছে। নিহত নিতাই সরকার রাজবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের পুরাতন হরিসভা এলাকার সুকুমার সরকারের ছেলে। তিনি রাজবাড়ী শহরের প্রধান সড়কের ইংলিশ মার্কেটের ‘সরকার থাই গ্লাস হাউজ’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
নিহত নিতাই সরকারের বড় ভাইয়ের স্ত্রী আন্না সরকার জানান, গত ১১ই জুলাই সন্ধ্যায় নিতাই তার স্ত্রীকে নিয়ে ফরিদপুর শহরের আত্মীয় বাড়ীতে বেড়াতে যায়। পরের দিন গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেই আত্মীয়ের বাড়ী থেকে বাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু বাড়ী ফিরে না আসায় পরিবারের লোকজন তার মোবাইলে ফোন দিয়ে বন্ধ পেলে খোঁজাখুঁজি করা শুরু করে। একপর্যায়ে ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় তার লাশ পাওয়া গেলে সেখানকার পুলিশ রাজবাড়ী থানা পুলিশকে অবহিত করে। পরে তারা রাজবাড়ী থানা পুলিশের কাছ থেকে লাশ উদ্ধারের খবর পান।
স্থানীয়া জানায়, নিহত নিতাই সরকারের সাথে একই এলাকার মাছ বিক্রেতা সুনীল সরকারের স্ত্রীর সাথে পরকীয়া প্রেমের জেরে প্রায় ২মাস পূর্বে নিতাই সরকার তাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে। এ ঘটনায় সুনীল সরকারের সাথে নিতাই সরকারের মনোমানিল্য সৃষ্টি হয়। পরিবারের লোকজনের ধারণা, সুনীল সরকারের সহায়তায় নিতাই সরকারকে হত্যা করা হতে পারে।
ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশের বরাত দিয়ে রাজবাড়ী থানার পরিদর্শক(তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুলের বিষক্রিয়ায় নিতাই সরকারের মৃত্যু হয়েছে। বর্তমানে তার লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়না তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।