॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ টেলি-কনফারেন্সের মাধ্যমে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ৩টি গ্রামে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
গতকাল ১৪ই জুলাই বিকালে বালিয়াকান্দি সদর ইউনিয়নের চামটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি। এর মাধ্যমে চামটা, ইরশালবাড়ীয়া ও বাজেগড়িয়া গ্রামের ২১৭টি পরিবার পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পেলো।
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মোঃ ফিরোজ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য বীর মক্তিযোদ্ধা মোঃ আব্দুল হান্নান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সনজিৎ কুমার রায়, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ এবং জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বালিয়াকান্দি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শামছুল আলম মন্টু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক হরষিত কুমার ঘোষ।
এ সময় বালিয়াকান্দি উপজেলা ও সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।