॥রাকিবুল ইসলাম॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ১৪ই জুলাই সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন(১ম রাউন্ড)-এর উদ্বোধন করেন।
এ সময় কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল ইসলাম, ডাঃ খোন্দকার আবু জালাল, ডাঃ মেহেদী হাসান, ডাঃ তুষার কান্তি রায়, মেডিকেল টেকনোলজিস্ট(ইপিআই) শম্ভু দেবনাথ ও স্বাস্থ্য পরিদর্শক মোঃ মনসুর আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের ১৬৯টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২হাজার ১৭৫ জন ও ১২-৫৯ মাস বয়সী ১৭হাজার ২৯৬ জন শিশুকে ১টি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে।