॥স্টাফ রিপোর্টার॥ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মদিন উপলক্ষে গতকাল ১৯শে জানুয়ারী বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রোকন উদ্দিন চৌধুরী। সভায় জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মোঃ আসাদুজ্জামান লাল, এডঃ মোঃ লিয়াকত আলী, আতাউর রহমান আতা, যুগ্ম-সম্পাদক গাজী আহসান হাবীব, দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি একেএম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক কে.এ সবুর শাহিন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম, যুব নেতা আব্দুল খালেক, অর্ণব নেওয়াজ মাহমুদ হৃষিত প্রমুখ বক্তব্য দেন। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আক্কাছ আলী মোল্লা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোবাইদুল ইসলাম মিরাজ, জেলা জাসাসের সভাপতি আব্দুর রউফ হিটু প্রমুখ উপস্থিত ছিলেন।