॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতৃবৃন্দের নামে গুজব ও অপপ্রচার চালানোর অভিযোগে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল বাজারে গত ১২ই জুলাই দুপুরে ১টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও ১টিকে ভাংচুর করাসহ ৩জনকে মারপিট করেছে দলের তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকেরা।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, পাংশা উপজেলার সদর ইউনিয়নের লিজা হেলথ কেয়ার সেন্টারের মালিক খোন্দকার রিপন, সিফার মিয়া ও শহীদুল মিয়া মটর সাইকেল যোগে পাংশা থেকে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে বিভিন্ন গুজব ও অপপ্রচার চালালে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা তাদেরকে মারপিট করাসহ মোটর সাইকেল আগুন ধরিয়ে পুরিয়ে দেয়। এ সময় অলংকারপুর গ্রামের এনজিও প্রমিলা মুক্তিপ্রচেষ্টার পরিচালক মোঃ মোকারম হোসেন তাদেরকে জনরোষ থেকে রক্ষা করে নারুয়া বাজার পর্যন্ত এগিয়ে দেয়।
অপরদিকে পাংশা থেকে অপর ২টি মোটর সাইকেলযোগে কয়েকজন বালিয়াকান্দির ওয়াপদা মোড়ে সরকারী দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দের নামে অপপ্রচার চালানোর সময় জনরোষে পড়ে মোটর সাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মোটর সাইকেল ২টি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতের মদদপুষ্ট এ সকল ব্যক্তিবর্গ গত কিছুদিন ধরে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের নামে গুজব ও অপপ্রচার চালিয়ে আসছিল। এতে দলের তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হওয়ায় এবার তারা রোষানলে পড়ে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, জঙ্গল ইউনিয়নের জঙ্গল বাজারে কে বা কাহারা একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। এছাড়াও বালিয়াকান্দি বাজার এলাকা থেকে ২টি পরিত্যক্ত মোটর সাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের হয় নাই। এ ঘটনার তদন্ত চলছে।