॥স্টাফ রিপোর্টার॥ গোপন সুত্রে খবর পেয়ে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা’র নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার(ডিবি’র) ওসি মোঃ কামাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে ডিবি’র একটি দল গতকাল ১১ই জুলাই রাত সোয়া ৮টার দিকে পাংশা উপজেলার যশাই উচ্চ বিদ্যালয় সংলগ্ন কবরস্থানের পাশে বাশঝাড়ে অভিযান পরিচালনা করে ডাকাত দলের সদস্য ফজলুর রহমান ওরফে ফইজো (৪৫)কে একটি একনলা বন্দুক ও ২টি কার্তুজসহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ফজলুর রহমান ওরফে ফইজো যশাই ইউপির পশ্চিম বালিয়া গ্রামের মৃত পবন প্রামানিকের ছেলে। সে হত্যাসহ তিন মামলার আসামী। ২০০১ সাল থেকে সে যশাইসহ পাংশার সর্বত্র ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল।
এ খবর লেখা পর্যন্ত একনলা বন্দুক ও ২টি কার্তুজসহ গ্রেফতারের ঘটনায় ফজলুর রহমান ওরফে ফইজোর বিরুদ্ধে অস্ত্র আইনে পাংশা থানায় মামলার প্রস্তুতি চলছিল।