Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৩দিন ব্যাপী ভ্রাম্যমান বই মেলা শুরু

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শিল্পকলা একাডেমীতে “আলোকিত মানুষ চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত ৩দিন ব্যাপী ভ্রাম্যমান বইমেলা গতকাল ৩রা জুলাই শুরু হয়েছে। দেশ-বিদেশের খ্যাতনামা লেখকদের প্রায় দশ হাজার বই রয়েছে এ বইমেলায়।
ভ্রাম্যমান বইমেলার ইনচার্জ মোঃ আব্দুল মালেক জানান, অনেক ত্যাগ-তিতিক্ষা ও আত্মোৎসর্গের ভেতর দিয়ে জন্ম নিয়েছে বাংলাদেশ। আজ তার নির্মাণের পর্ব। এই নির্মাণকে অর্থপূর্ণ করে তুলতে হলে আমাদের চাই উচ্চতর আদর্শবান, মূল্যবোধসম্পন্ন, শক্তিমান, কার্যকর, মানুষ। যারা জাতীয় জীবনের বিভিন্ন অঙ্গনে নেতৃত্ব দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে পারবে। দেশব্যাপী এইসব ‘আলোকিত মানুষ’ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগ “ভ্রাম্যমাণ বইমেলা”। ভ্রাম্যমাণ বইমেলায় রয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশি-বিদেশি সকল প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত ১০হাজারের বেশি নানা ধরণের বই।
জানাযায়, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ভ্রাম্যমান বইমেলা খোলা থাকবে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের দেশব্যাপী ভ্রাম্যমান বইমেলার এটি ৪২তম মেলা। মেলায় বই ক্রয়ে বিশেষ ছাড় রয়েছে। মঙ্গলবার প্রথম দিনে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বইমেলা ঘুরে ঘুরে দেখেন। এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মুহম্মদ আবদুল ওয়াহাব, ডিডিসি লিমিটেডের কলিমহর প্রকল্পের কর্মকর্তা সুব্রত কুমার দে ও উত্তম কুমার রায়, পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ অনেকেই পছন্দের বই ক্রয় করেন। বিকেলে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ভ্রাম্যমান বই মেলা পরিদর্শন করেন।