শনিবার, ২৩ মার্চ ২০২৪, ১০:০৮ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৩দিন ব্যাপী ভ্রাম্যমান বই মেলা শুরু

  • আপডেট সময় বুধবার, ৪ জুলাই, ২০১৮

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শিল্পকলা একাডেমীতে “আলোকিত মানুষ চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত ৩দিন ব্যাপী ভ্রাম্যমান বইমেলা গতকাল ৩রা জুলাই শুরু হয়েছে। দেশ-বিদেশের খ্যাতনামা লেখকদের প্রায় দশ হাজার বই রয়েছে এ বইমেলায়।
ভ্রাম্যমান বইমেলার ইনচার্জ মোঃ আব্দুল মালেক জানান, অনেক ত্যাগ-তিতিক্ষা ও আত্মোৎসর্গের ভেতর দিয়ে জন্ম নিয়েছে বাংলাদেশ। আজ তার নির্মাণের পর্ব। এই নির্মাণকে অর্থপূর্ণ করে তুলতে হলে আমাদের চাই উচ্চতর আদর্শবান, মূল্যবোধসম্পন্ন, শক্তিমান, কার্যকর, মানুষ। যারা জাতীয় জীবনের বিভিন্ন অঙ্গনে নেতৃত্ব দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে পারবে। দেশব্যাপী এইসব ‘আলোকিত মানুষ’ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগ “ভ্রাম্যমাণ বইমেলা”। ভ্রাম্যমাণ বইমেলায় রয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশি-বিদেশি সকল প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত ১০হাজারের বেশি নানা ধরণের বই।
জানাযায়, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ভ্রাম্যমান বইমেলা খোলা থাকবে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের দেশব্যাপী ভ্রাম্যমান বইমেলার এটি ৪২তম মেলা। মেলায় বই ক্রয়ে বিশেষ ছাড় রয়েছে। মঙ্গলবার প্রথম দিনে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বইমেলা ঘুরে ঘুরে দেখেন। এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মুহম্মদ আবদুল ওয়াহাব, ডিডিসি লিমিটেডের কলিমহর প্রকল্পের কর্মকর্তা সুব্রত কুমার দে ও উত্তম কুমার রায়, পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ অনেকেই পছন্দের বই ক্রয় করেন। বিকেলে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ভ্রাম্যমান বই মেলা পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!