॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ১লা জুলাই ভোর সাড়ে ৫টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন নূরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামে অভিযান চালিয়ে ১টি দেশী ওয়ান শুটার গান ও ৪রাউন্ড গুলিসহ কুখ্যাত ডাকাত সর্দার হাফেজ তালুকদার ওরফে হাফেজ মেম্বার ওরফে হাফেজ ডাকাত (৬৪)কে গ্রেফতার করেছে। সে ধর্মদী গ্রামের মৃত মালেক তালুকদারের ছেলে।
র্যাব জানায়, তার বিরুদ্ধে ফরিদপুর জেলার বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, ধর্ষণ ও চুরিসহ ৮টি মামলা রয়েছে। সদরপুর থানাধীন একটি চুরি মামলায় তার ৬ মাসের কারাদন্ড ও ৩০হাজার টাকা অর্থদন্ডের সাজা হয়। দীঘদিন পলাতক থাকার কারণে অন্যান্য মামলাগুলোতেও তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারী হয়।
হাফেজ তালুকদার ২০০১ সালে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হওয়া সত্ত্বেও তার ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপের কারণে আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করতে থাকে। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থেকে ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যেতে থাকে। উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।