॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে গতকাল ১৮ই জানুয়ারী দুপুরে চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া ফেরী ঘাট এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার এবং ৪০০ মিটার অবৈধ বাঁশের বাঁধ কেটে অপসারণ করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত কারেন্ট জাল ধাওয়াপাড়া ঘাটে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুর মহল আশরাফীর নির্দেশে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী অভিযান পরিচালনা করেন। মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। রাজবাড়ী থানার এস.আই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মৎস্য অফিসকে সহায়তা করে।