Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পালিয়ে আসা মাদ্রাসা ছাত্রকে অভিভাবকের নিকট হস্তান্তর

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছী রেলস্টেশন থেকে উদ্ধার হওয়া শাহজালাল মোল্লা(১১) নামে গোপালগঞ্জের মাদ্রাসা থেকে পালিয়ে আসা এক শিশুকে গতকাল ১৬ই জানুয়ারী দুপুরে ভারপ্রাপ্ত পুলিশ সুপার(অতিরিক্ত পুলিশ সুপার) মোঃ তারিকুল ইসলাম তার অভিভাবকের নিকট হস্তান্তর করেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলি ইউনিয়নের নিলফা গ্রামের চা দোকানী হারুন মোল্লার ছেলে শাহজালাল মোল্লা স্থানীয় শামসুল হক হুজুরের মাদ্রাসার ছাত্র। গত ১৫ই জানুয়ারী সকালে সে ওই মাদ্রাসা থেকে পালিয়ে রাজবাড়ীতে চলে আসে। রাত ৮টার দিকে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছী রেলস্টেশনে বাচ্চাটিকে পেয়ে স্থানীয় জনগণ রাজবাড়ী থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গতকাল সোমবার সকালে সদর থানা থেকে খবর দেওয়া হলে শাহজালালের পিতা হারুন মোল্লা তাকে নিতে আসে। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে শাহজালালকে তার পিতার হাতে তুলে দেন। এ সময় তিনি শিশুটিকে ১হাজার টাকা আর্থিক সহায়তা দেন এবং তাকে বিদ্যালয়ে ভর্তি করার জন্য তার পিতাকে অনুরোধ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ আজাদ রহমান, সদর থানার ওসি মোঃ আবুল বাশার মিয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।