বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কুখ্যাত মাদক বিক্রেতা আমিন হুজুর এবার ইয়াবাসহ ডিবির হাতে গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ২৩ জুন, ২০১৮

॥আশিকুর রহমান॥ রাজবাড়ী জেলার শহীদ ওহাবপুরের কুখ্যাত মাদক বিক্রেতা আমিনুল ইসলাম শেখ ওরফে আমিন হুজুর (২৮) এবার ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে।
গতকাল ২২শে জুন বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা রেলগেট এলাকা থেকে ডিবি’র একটি দল তাকে গ্রেফতার করে। আমিন হুজুর ওই গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।
রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ কামাল হোসেন ভূইয়া বলেন, আমিনুল ইসলাম মাদরাসায় পড়ালেখা করতো। এ কারণে তিনি মানুষের কাছে আমিন হুজুর নামে পরিচিত। বেশ কয়েক বছর ধরে আমিন হুজুর মাদকের ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে মোট চারটি মাদক মামলা রয়েছে। ২০১৬ সালের ২৯শে জানুয়ারী সে ২৭৫ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৩৬হাজার টাকাসহ নিজ বাড়ি থেকে র‌্যাবের হাতে আটক হয়। এছাড়া ২০১৭ সালের ১৩ই সেপ্টেম্বর ৫০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এরপর জামিনে বের হয়ে আমিন হুজুর আবারও মাদক ব্যবসা করতে থাকেন। গতকাল শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নিমতলা রেলগেট এলাকার দেওয়ান ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে ৩০৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে আমিন হুজুরের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!