বুধবার, ০৭ মে ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার পরিদর্শন করলেন প্রফেসর ডক্টর কলিমউল্লাহ

  • আপডেট সময় শুক্রবার, ২২ জুন, ২০১৮

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাব গত ১৯শে জুন বিকেলে পরিদর্শন করেন রংপুরের ঐতিহ্যবাহী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও।
এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ’কে ফুলেল শুভেচ্ছা জানান পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মুহম্মদ আবদুল ওয়াহাব।
পাঠাগার পরিদর্শনকালে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ কর্তৃক প্রকাশিত এবং সৈয়দ রাশাদ ইমাম তন্ময় চিত্রণে ম্যাগাজিন “মুজিব” এবং মিতুল ট্রেডিং এর পৃষ্ঠপোষকতায় সুচিন্তা ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত “ভাষা সংগ্রাম ও বঙ্গবন্ধু” শীর্ষক দু’টি প্রকাশনার ৬০ কপি বই পাঠাগারের সংরক্ষণের জন্য উপহার প্রদান করেন। পাঠাগারের পক্ষে অধ্যাপক মুহম্মদ আব্দুল ওয়াহাব তা গ্রহণ করেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ পাঠাগারের পরিদর্শন বহিতে পাঠাগারটি সমৃদ্ধ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য লিপিবদ্ধ করেন।
এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিম, অধ্যাপক নিরঞ্জন কুমার দাস, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মুদী, বিশিষ্ট ব্যবসায়ী আবু দাউদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!