শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গত ১৯শে জুন সকাল ১০টায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী কামরুল ইসলাম গোলদার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীন করিমী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় পুলিশ সুপারের প্রতিনিধি সিনিয়র সহকারী পুলিশ সুপার(সদর) মোঃ আছাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মোঃ শওকত আলী তার বক্তব্যে বলেন, আমি যোগদানের পর থেকে রাজবাড়ী জেলার বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য সবচেয়ে বেশী গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছিলাম। তারই ধারাবাহিকতায় বর্তমানে এই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের জন্য জেলায় বিদ্যুতের একটি গ্রীড সাব-স্টেশন নির্মাণ ও ফরিদপুর থেকে রাজবাড়ী পর্যন্ত ৬০ বছরের পুরনো সঞ্চালন লাইন স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সেই জন্য সময়ের প্রয়োজন। কিন্তু অনেক ক্ষেত্রে সেই বিষয়গুলো চিন্তা না করে মন্তব্য করা বন্ধ করতে হবে। ঈদের আগের দিন ঝড়ের কারণে ও ঈদের দিন ৩৩ কেভি লাইনের সার্কিট ব্রেকার পুড়ে যাওয়ায় ২দিন জেলায় বিদ্যুৎ বিপর্যয় হয়। যা পরবর্তীতে অনেক চেষ্টার মাধ্যমে সচল করা হয়। মূলত ৬০ বছরের পুরাতন লাইনের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তবে আশা করা যায়, রাজবাড়ী থেকে ফরিদপুর পর্যন্ত স্থাপিত ৩৩ কেভির নতুন লাইন আগামী ৭দিনের মধ্যে চালু হলে এই সমস্যার ৫০ ভাগ সমাধান হবে। আর বিদ্যুৎ গ্রীড স্টেশন নির্মাণ হলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে। গ্রীড স্টেশন নির্মাণ না হওয়া পর্যন্ত জেলাবাসীকে ধৈর্য্য ধারণ করতে হবে। রাজবাড়ী শহর রক্ষা বাঁধের কাজ খুলনা শীপইয়ার্ডের তত্ত্বাবধানে কিছুদিনের মধ্যেই শুরু হবে। এই কাজের সার্বিক গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে কাল বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা শীপইয়ার্ড কর্তৃপক্ষের সাথে শিক্ষা প্রতিমন্ত্রী, মহিলা সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, রাজবাড়ী পৌরসভার মেয়র, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারী বিভাগের সমন্বয়ে একটি মতবিনিমিয় সভা এখানেই অনুষ্ঠিত হবে। যেহেতু এ বছর বর্ষার সময় চলে আসায় ব্লক বসানো ও ড্রেজিংয়ের কাজ করা যাবে না সেহেতু শহর রক্ষা বাঁধ রক্ষায় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া দৌলতদিয়া ফেরী ঘাট এলাকা, পাংশা ও কালুখালীর নদী ভাঙ্গন প্রতিরোধে জেলা পানি উন্নয়ন বোর্ড পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি বলেন, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ৩য় ফেজের কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে। কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের বক্তব্য মতে, জেলা মৎস্য বিভাগের পুকুর খননের জন্য সরকার থেকে কোটি টাকার উপরে বরাদ্দ আসে। বিভিন্ন উপজেলায় এই বরাদ্দকৃত টাকা দিয়ে পুকুর খনন করা হলেও বিষয়টি সম্পর্কে আমিসহ কোন উপজেলার নির্বাহী কর্মকর্তা অবগত নন। তাছাড়া পুকুর খননে কোটি টাকার বাজেট থাকলেও এক্ষেত্রে ১০ লক্ষ টাকার কাজ করে বাকি টাকা লোপাট হচ্ছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন। সুতরাং যে বরাদ্দকৃত টাকার অপব্যবহার হচ্ছে, কোন কাজ হচ্ছে না সে ধরনের প্রকল্পের টাকা রাজবাড়ী জেলার উন্নয়নের জন্য দরকার নাই। রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অনেক ক্ষেত্রেই তাদের নৈতিক অবক্ষয়ের কারণে অনাকাঙ্খিত অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এক্ষেত্রে যেসব শিক্ষকের নৈতিক মূল্যবোধ নেই তাদের কাছ থেকে শিক্ষার্থীরা কি শিখবে বলে তিনি উল্লেখ করেন এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলা শিক্ষা বিভাগকে নির্দেশ প্রদান করেন।
তিনি আরো বলেন, বর্তমানে রাজবাড়ী সদরসহ সব সাব-রেজিস্ট্রি অফিসের সর্বক্ষেত্রে চরম ঘুষ বাণিজ্য চলছে। এক্ষেত্রে জেলার ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের মাধ্যমে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হলেও ঘুষ বাণিজ্য বন্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। আবার সাংবাদিকরা এই ঘুষ বাণিজ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরকে ঘুষ বাণিজ্য সিন্ডিকেটের সদস্যরা বিভিন্নভাবে তাদেরকে আটকে রেখে নাজেহাল করছে। বিষয়টি খুবই দুঃখজনক।
জেলা প্রশাসক বলেন, জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, রাজবাড়ী সদর ও পাংশা উপজেলার ভোটারদের স্মার্ট কার্ড ইতিমধ্যে রাজবাড়ী এসে পৌঁছেছে। এ মাসের মধ্যে ২টি ফিঙ্গার প্রিন্ট মেশিন এসে পৌঁছালে আগামী জুলাই মাস থেকে এই কার্ড বিতরণ শুরু হবে। পর্যায়ক্রমে রাজবাড়ীর অন্যান্য উপজেলাতেও স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
সভায় ভোক্তা অধিকার আইন ও তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতামূলক আলোচনা, পল্লী বিদ্যুৎ সমিতি ও ওজোপাডিকোর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি পরিশোধন প্লান্টের কাজের অগ্রগতি, খাদ্য অধিদপ্তরের খাদ্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, জেলা সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিবারের অনাকাঙ্খিত ঘটনার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ, জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের ভ্যাকসিন ও রাস্তার পাশে ঘাস লাগানোর বিভিন্ন বিষয়ে, জেলা সমবায় অধিদপ্তরের মাধ্যমে মিল্কভিটার দুধ সংগ্রহ কেন্দ্র স্থাপনের অগ্রগতি, বিটিসিএলের সরকারী অফিসে ইন্টারনেট সার্ভিস সচল করার বিভিন্ন বিষয়, জেলা পাসপোর্ট অফিসের পাসপোর্ট বইয়ের জট নিরসনকল্পে পদক্ষেপ গ্রহণ, জেলা তথ্য ও ফায়ার সার্ভিস অফিসের বিভিন্ন কর্মকান্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।
সভায় আগামী ২৩শে জুন পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভায় সকল সরকারী কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণসহ ১১ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস সফল করতে সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
এছাড়াও আগামী মাসের ৩য় সপ্তাহে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে বলে জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে সভায় জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!