শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ভিজিএফ চাল আত্মসাতকারী রাজবাড়ীর শহীদ ওহাবপুর ইউপির চেয়ারম্যান তোরাপ মন্ডল ও তার সহযোগি গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের জন্য সরকারের দেওয়া বিশেষ ভিজিএফের চাল আত্মসাতের ঘটনায় রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের চেয়ারম্যান তোরাপ আলী মন্ডল(৫০) সহ ৩জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত ১৫ই জুন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম মনোয়ার মাহমুদ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলাটি দায়ের করেন। রাজবাড়ী থানার মামলা নং-২৫, ধারাঃ ৪০৭/৪০৯/৪২০ দঃ বিঃ।
মামলার প্রেক্ষিতে থানা পুলিশ এজাহারভূক্ত ৩নং আসামী রামপুর গ্রামের মোসলেম ঢালীর ছেলে হলুদ মিলের মালিক মনোমিয়া ঢালী (৪৫)কে গ্রেফতার করেছে। মামলার অপর আসামী হলো একই গ্রামের ভিজিএফ চাল ক্রেতা মোজাফফর মুন্সীর ছেলে মোহাম্মদ আলী(৪৫)।
জানাগেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহীদওহাবপুর ইউনিয়নের হতদরিদ্রদের জন্য ১৪.৪৪৪ টন (১৪হাজার ৪৪৪ কেজি) ভিজিএফের চাল বরাদ্দ দেয়া হয়। গত ১৪ই জুন সকালে ইউপির ট্যাগ অফিসার সদর উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ আব্দুল হাই’র অনুপস্থিতিতে চেয়ারম্যান তোরাপ আলী মন্ডল সেই চাল বিতরণ শুরু করেন। জনপ্রতি ১০ কেজি করে ওই চাল বিতরণ করার কথা থাকলে দেয়া হয় ৭ কেজি করে। তারপরও বেলা ১টার দিকে কার্ডধারী ৩/৪শত জনের চাল দেয়ার আগেই শেষ হয়ে গেলে বিতরণ বন্ধ করে দেয়া হয়। এ সময় তুমুল হৈ চৈ শুরু হয়।
এক পর্যায়ে শহীদওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামের মোমিন বাজার(চিটার বাজার) সংলগ্ন মনোমিয়া ঢালীর হলুদের মিলের গোডাউনে বিপুল পরিমাণ চাল মজুদ করার ঘটনা জানাজানি হয়।
জনতা কর্তৃক সেই চাল আটকের খবর পেয়ে শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তণ চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য নূর মোহাম্মদ ভূঁইয়াসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। ঘটনাটি জানতে পেরে জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে ১৩৭ বস্তা (৩.৭০০ টন) চাল জব্দ করে নূর মোহাম্মদ ভুঁইয়া ও ১নং ওয়ার্ডের গোলাম হোসেন ফরিদের জিম্মায় দেন। খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বস্তা থেকে চালুগুলো বের করে সেই বস্তা দিয়েই ঢেকে রাখা ছিল। চাল জব্দ করার সময় ইউপি চেয়ারম্যান তোরাপ আলী মন্ডল ঘটনাস্থলে গেলে উপস্থিত জনতার রোষানলে পড়ে। এ সময় কর্তৃপক্ষ তাকে গ্রেফতার না করায় তিনি সটকে পড়েন।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোঃ তোরাপ আলী মন্ডলসহ তার উল্লেখিত দুই সহযোগির বিরুদ্ধে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম মনোয়ার মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এদিকে স্থানীয় একধিক সুত্র জানায়, বিতরণকৃত ১০.৭৪৪ মেঃ টন ভিজিএফ চালের মধ্যে বহু ভুয়া নামে চাল বিতরণ আত্মসাত করা হয়।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার এসএম মনোয়ার মাহমুদ জানান, গতকাল ২০শে জুন পর্যন্ত ওই ইউপি চেয়ারম্যান ভিজিএফ চাল বিতরণের কোন মাষ্টার রোল দাখিল করেননি।
এ খবর লেখা পর্যন্ত অভিযুক্ত চেয়ারম্যান তোরাপ আলী মন্ডল ও ভিজিএফ চাল ক্রেতা মোহাম্মদ আলী গ্রেফতার না হওয়ায় জনমনে এবং হতদরিদ্রদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!