মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় মাজেদ মেম্বার হত্যা মামলার এজাহারনামীয় ১জন আসামী গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুন, ২০১৮

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ১০ই জুন দিনগত গভীর রাতে উপজেলার মাছপাড়া ইউপির মেঘনা বাজারে অভিযান চালিয়ে খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার ও ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ মন্ডল হত্যা মামলার এজাহারনামীয় আসামী হাসমত হোসেন ওরফে হাসু (৪৫)কে গ্রেফতার করেছে।
ধৃত আসামী হাসু পাংশা উপজেলার মাছপাড়া ইউপির মেঘনা খামারপাড়া গ্রামের মরহুম আদম সরদারের ছেলে। গত শনিবার রাতে নিখোঁজ হওয়ার পর ১০ই জুন সকালে পাংশা উপজেলার মাছপাড়া ইউপির মেঘনা খামারপাড়া খাল থেকে মাজেদ মেম্বারের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পাংশা মডেল থানা পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে পাংশা মডেল থানায় ৬জনকে এজাহারনামীয় আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং-৫, তারিখ ১০/০৬/২০১৮ খ্রিঃ। ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পরপরই পাংশা মডেল থানা পুলিশ হত্যাকান্ডের নেপথ্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে তৎপর হয়।
জানাযায়, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ আমিরুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ গত রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামী হাসমত হোসেন অরফে হাসুকে গ্রেফতার করেন। ধৃত হাসু মামলার ৩নং এজাহারনামীয় আসামী। ফুলবাড়ী মোড়ে ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতা মাজেদ মন্ডলের অফিসে ঈদ-উল-ফিতর উপলক্ষে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, মামলার হাসমত হোসেন ওরফে হাসু নামের এজাহারনামীয় একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার নেপথ্য উদঘাটনসহ মামলার অপরাপর আসামীদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!